০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

খুলনা, ১৮ নভেম্বর ২০২৫: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনার লবনচরা থানাধীন বিশ্বরোড সংলগ্ন স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

 

পরে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধনকে আরও প্রাণবন্ত করে তোলা হয়। উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “আজ ছাত্র-শিক্ষকদের দিন—তাদের বিজয়ের দিন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজ অল্প সময়ের মধ্যেই শুরু হয়েছে এবং দ্রুততম সময়ে শেষ করা হবে। এজন্য সবার ঐক্য ও সহযোগিতা প্রয়োজন।” তিনি দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরুর বিষয়টি উল্লেখ করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও কনস্ট্রাকশন কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমান, সদস্য রেজাউল আলম, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো. ইমজামাম-উল-হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, লিবারেল আর্টস অ্যান্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

 

পরে স্থায়ী ক্যাম্পাসে নির্মাণকাজের অংশ হিসেবে ‘পাইল’ স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সঙ্গে দিনব্যাপী আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। সমগ্র আয়োজনের সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্মবার্ষিকীতে দোয়া ও ঐক্যের আহ্বান — আহছান উদ্দিন মানিক হাই

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময়: ০৩:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

খুলনা, ১৮ নভেম্বর ২০২৫: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনার লবনচরা থানাধীন বিশ্বরোড সংলগ্ন স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

 

পরে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধনকে আরও প্রাণবন্ত করে তোলা হয়। উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “আজ ছাত্র-শিক্ষকদের দিন—তাদের বিজয়ের দিন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজ অল্প সময়ের মধ্যেই শুরু হয়েছে এবং দ্রুততম সময়ে শেষ করা হবে। এজন্য সবার ঐক্য ও সহযোগিতা প্রয়োজন।” তিনি দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরুর বিষয়টি উল্লেখ করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও কনস্ট্রাকশন কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমান, সদস্য রেজাউল আলম, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো. ইমজামাম-উল-হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, লিবারেল আর্টস অ্যান্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

 

পরে স্থায়ী ক্যাম্পাসে নির্মাণকাজের অংশ হিসেবে ‘পাইল’ স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সঙ্গে দিনব্যাপী আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। সমগ্র আয়োজনের সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার।