১২:২৬ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

আশুলিয়ার জামগড়া হেয়ন গার্মেন্টস সড়কে শত্রুতার জেরে রাস্তায় মাটি ফেলা—জনদুর্ভোগ চরমে

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া–বাগবাড়ি সড়ক বছরের প্রায় ১২ মাসই জলাবদ্ধতায় ভোগে। এর মধ্যেই নতুন করে হেয়ন গার্মেন্টস সড়কের তিনমাথায় রাতের আঁধারে শত্রুতাবশত মাটি ফেলে পথচারী ও শ্রমজীবী মানুষের চরম ভোগান্তির সৃষ্টি করেছে একটি চক্র।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকেলে সরেজমিনে দেখা যায়—জামগড়ার বিভিন্ন রাস্তায় বেহাল দশা, অনেক স্থানে হাঁটুসমান পানি জমে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো বৃষ্টি না থাকলেও ড্রেনেজব্যবস্থা নষ্ট হয়ে থাকায় পানিনিষ্কাশন হচ্ছে না। এর মধ্যে রাতের অন্ধকারে রাস্তায় মাটি ফেলে দেওয়ায় চলাচল কার্যত আরও দুরূহ হয়ে পড়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কে এম আকতার হোসেন, ইঞ্জিনিয়ার লাশন মো. মোর্শেদ আলম ভুঁইয়া এবং আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া। তারা বলেন, “জামগড়ার অধিকাংশ রাস্তারই বেহাল অবস্থা। বাগবাড়ি সড়কে প্রায় সারাবছর জলাবদ্ধতা থাকে। এর মধ্যে একটি মহল ইচ্ছাকৃতভাবে মাটি ফেলে রাস্তা আরও খারাপ করেছে—যা মানবিক কাজ নয়।”

স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই এই সড়কে পানি জমে চলাচল অস্বস্তিকর হয়ে পড়ে। এখন বৃষ্টি না থাকলেও জলাবদ্ধতা ও মাটिभর্তি রাস্তা—যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে তীব্র দুর্ভোগ সৃষ্টি করছে।

তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার ও ড্রেনেজ উন্নয়ন না হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

আশুলিয়ার জামগড়া হেয়ন গার্মেন্টস সড়কে শত্রুতার জেরে রাস্তায় মাটি ফেলা—জনদুর্ভোগ চরমে

আশুলিয়ার জামগড়া হেয়ন গার্মেন্টস সড়কে শত্রুতার জেরে রাস্তায় মাটি ফেলা—জনদুর্ভোগ চরমে

আপডেট সময়: ০৬:২০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া–বাগবাড়ি সড়ক বছরের প্রায় ১২ মাসই জলাবদ্ধতায় ভোগে। এর মধ্যেই নতুন করে হেয়ন গার্মেন্টস সড়কের তিনমাথায় রাতের আঁধারে শত্রুতাবশত মাটি ফেলে পথচারী ও শ্রমজীবী মানুষের চরম ভোগান্তির সৃষ্টি করেছে একটি চক্র।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকেলে সরেজমিনে দেখা যায়—জামগড়ার বিভিন্ন রাস্তায় বেহাল দশা, অনেক স্থানে হাঁটুসমান পানি জমে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো বৃষ্টি না থাকলেও ড্রেনেজব্যবস্থা নষ্ট হয়ে থাকায় পানিনিষ্কাশন হচ্ছে না। এর মধ্যে রাতের অন্ধকারে রাস্তায় মাটি ফেলে দেওয়ায় চলাচল কার্যত আরও দুরূহ হয়ে পড়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কে এম আকতার হোসেন, ইঞ্জিনিয়ার লাশন মো. মোর্শেদ আলম ভুঁইয়া এবং আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া। তারা বলেন, “জামগড়ার অধিকাংশ রাস্তারই বেহাল অবস্থা। বাগবাড়ি সড়কে প্রায় সারাবছর জলাবদ্ধতা থাকে। এর মধ্যে একটি মহল ইচ্ছাকৃতভাবে মাটি ফেলে রাস্তা আরও খারাপ করেছে—যা মানবিক কাজ নয়।”

স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই এই সড়কে পানি জমে চলাচল অস্বস্তিকর হয়ে পড়ে। এখন বৃষ্টি না থাকলেও জলাবদ্ধতা ও মাটिभর্তি রাস্তা—যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে তীব্র দুর্ভোগ সৃষ্টি করছে।

তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার ও ড্রেনেজ উন্নয়ন না হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।